• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

ভারতের একজন ব্যাটসম্যানও ছুঁতে পারেনি দুই অংক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ ডিসেম্বর ২০২০, ১১:৪৫
, Australia vs India, 1st Test, Adelaide,  rtvonline
ছবি- সংগৃহীত

দলীয় ৭ রানে ফিরতে হয়েছিল পৃথ্ববী শ’কে। ৪ বলে ৪ রান করে ফিরে যান ভারতের এই ওপেনার। নাইট ওয়াচ ম্যান হিসেবে ব্যাট করতে পাঠানো হয়েছিল জসপ্রিত বুমরাহকে। ৬ ওভারে এক উইকেট হারিয়ে ৯ রান সংগ্রহ করতে দ্বিতীয় দিন শেষ হয়।

শনিবার তৃতীয় দিনের শুরু থেকেই দাপট দেখানো শুরু করে অস্ট্রেলিয়ার পেসাররা।

দলীয় ১৫ রানে ফিরতে হয় বুমরাহকে। ১৭ বল খেলে ২ রান করেন তিনি।

৮ বল খেলে রানের খাতা না খুলেই বিদায় নেন চেতেশ্বর পূজারা। ৪০ বল খেলে ৯ রান তুলে দলীয় সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন মায়াঙ্ক আগারওয়াল।

চার বল খেলার পর শূন্য হাতে ফিরেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে। অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে আসে চার রান। খেলেছেন ৮ বল।

দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি আসে হনুমা বিহারীর ব্যাট থেকে। ২২ বল খেলে ৮ রান তুলেন তিনি। উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহা ১৫ বল খেলে করেন ৪ রান। প্রথম বলেই বোল্ড হন রবিচন্দ্রন অশ্বিন। ৪ বল খেলে ১ রান তোলা মোহাম্মদ শামি হাতে চোট পান। এরপর বেশ কিছুক্ষণ বন্ধ ছিল খেলা। শামিকে রিটায়ার্ড হার্ট ঘোষণা দেয়া হয়। এতে ২১.২ ওভারে ৯ উইকেটে ৩৬ রানে শেষ হয় ভারতের ইনিংস। ৫ বলে ৪ রান করা উমেশ যাদব ছিলেন অপরাজিত।

অজিদের হয়ে পাঁচটি উইকেট তুলে নেন জস হ্যাজলউড। চারটি উইকেট আদায় করেন প্যাট কামিংস।

ভারতের বিপক্ষে প্রথম পিংক টেস্ট খেলতে অস্ট্রেলিয়ার প্রয়োজন ৯০ রান। এর আগে প্রথম ইনিংসে ২৪৪ রান তুলেছিল ভারতীয়রা। অন্যদিকে ১৯১ রান তুলতে পেরেছিল অজিরা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে বিএনপি নেতা মিন্টু
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
বেঙ্গালুরুকে বেচে দেওয়ার আহ্বান জানালেন ভূপতি
জাহাজ জিম্মির ঘটনায় এফবিসিসিআইয়ের উদ্বেগ
X
Fresh